এনসিপিসহ তিন দলের নতুন জোট

দীর্ঘ দুই সপ্তাহের জল্পনা-কল্পনা ও আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিন দলের সমন্বয়ে গঠিত হচ্ছে নতুন এই রাজনৈতিক মোর্চা। তবে পূর্বের আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে এই জোটে থাকছে না গণ অধিকার পরিষদ।

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হবে।


দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই এই ঐক্যের সূচনা। জোটের মূল স্লোগান বা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—’জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ সম্মেলনে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং জাতির সামনে তাদের রূপরেখা তুলে ধরবেন।

বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে গত মাসের শেষ সপ্তাহ থেকেই এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের মধ্যে আলোচনা চলছিল। গত ২৭ নভেম্বর এই জোটের আত্মপ্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়।

জোট থেকে গণ অধিকার পরিষদের সরে আসা প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “বৈঠকে আমরা জোটের সুনির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য ও সক্ষমতা নিয়ে কিছু মৌলিক প্রশ্ন তুলেছিলাম। কিন্তু সেগুলোর সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। কোনো স্পষ্ট ধারণা বা উত্তর ছাড়া অন্ধকারে ঝাঁপ দেওয়া সমীচীন মনে না করায় আমরা এই জোটে থাকছি না।”


সূত্রমতে, জোট গঠনের প্রক্রিয়ায় ‘আপ বাংলাদেশ’ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) নামক একটি প্ল্যাটফর্মকে অন্তর্ভুক্ত করা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের একাংশের উদ্যোগে গঠিত এই প্ল্যাটফর্মটিকে জোটে রাখার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র আপত্তি জানায়। অন্যদিকে, গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্বের মধ্যেও জোটে যোগ দেওয়া নিয়ে মতভেদ ছিল।

এসব মতানৈক্য ও নীতিগত সিদ্ধান্তহীনতার কারণে গত মাসের শেষ দিকের বৈঠকটি কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। তবে শেষমেশ মতভেদ কাটিয়ে গণ অধিকার পরিষদ ও আপ বাংলাদেশকে বাদ দিয়েই আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে তিন দলের এই নতুন রাজনৈতিক শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *